মোদীর উদ্যোগেই আজ বিপ্লব ঘটেছে লিঙ্গ বৈষম্যে : অমিত শাহ

সংবাদ সংস্থা : ক্ষমতায় আসার পর মহিলাদের ক্ষমতায়নে ও উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিশেষত, প্রধানমন্ত্রী ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’- এর মতো স্কিম অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার উদ্যম জুগিয়েছে মেয়েদের ও কন্যান্তানের অভিভাবকদের।
সেই প্রসঙ্গেই এবার প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি উল্লেখ করেছেন কী ভাবে নরেন্দ্র মোদী সামগ্রিক চিত্রটাই বদলে দিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, মোদীর উদ্যোগেই বৈপ্লবিকভাবে ভারতে কমেছে লিঙ্গ বৈষম্য। সোমবার জাতীয় কন্যাসন্তান দিবস হিসেবে একগুচ্ছ টুইট করেন অমিত শাহ।
অমিত শাহ উল্লেখ করেছেন, মোদী ক্ষমতায় আসার পর আর্জি জানান দিয়েছেন, যাতে মেয়েদের দত্তক নিয়ে নজির তৈরি করা যায়। তিনি জানান, বেটি বাঁচাও, বেটি পড়াও- এর মতো স্কিমের জন্য আজ মেয়েরা হয়ে উঠেছে আত্মসম্মান ও গর্বের প্রতীক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগের জন্যই, লিঙ্গ বৈষম্যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।