রাজ্যপালের মনোনীত উপাচার্যকে বদল করল সরকার
স্টাফ রিপোর্টার : রাজ্যপালের মনোনীত ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বদলে দিল সরকার। তপন মণ্ডলকে উপাচার্য মনোনীত করেছিলেন রাজ্যপাল। খারিজ করে সোমা বন্দ্যোপাধ্যায়কে উপাচার্যের দায়িত্ব দিল সরকার।
সোমা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে দাবি রাজ্য সরকার সূত্রে দাবি, রাজ্যপাল মনোনীত উপাচার্য পদে থাকতে চান না তপন মণ্ডল। আচার্যকে আক্রমণ করে এদিন ট্যুইট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লেখেন, “মনোনীত আচার্যকে এখনও বলব তৃতীয়বারের নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করুন। যুদ্ধংদেহী মনোভাব শিক্ষা দফতরের উপর চাপাবেন না।”