মেলার নজরদারি কমিটিতে শুভেন্দুকে চায় না রাজ্য, পুনর্বিবেচনার জন্য আবেদন
স্টাফ রিপোর্টার : গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটিতে বিশেষজ্ঞর বদলে শুভেন্দু অধিকারী কেন, তা নিয়ে এ বার কলকাতা হাই কোর্টে প্রশ্ন তুলল রাজ্য সরকারও।সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সোমবার আদালতে একাধিক আবেদন জমা পড়ে। তার মধ্যে নবান্নের তরফেও পৃথক আবেদন জমা দেওয়া হয়।
তাতে রাজ্য জানায়, শুভেন্দু এক জন আদ্যোপান্ত রাজনৈতিক মানুষ। বিরোধী দলনেতা তিনি। তাই গঙ্গাসাগর মেলার নিরপেক্ষ কমিটিতে তাঁকে কোনও ভাবেই রাখা উচিত নয়। কারণ তাতে গঙ্গাসাগর মেলায় রাজনীতির রং লাগবে। অযথা রাজনৈতিক বিতর্ক তৈরি করা হবে এবং কমিটির আশ্রয় নিয়ে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা তুলবেন। তাই এই কমিটিতে শুভেন্দুর অন্তর্ভুক্তি মেনে নেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেয় রাজ্য।এমনকি অভিজ্ঞ চিকিৎসকের নামও সুপারিশ করেছে রাজ্য। তবে আপাতত স্থগিত রাখা হয়েছে রায়দান।