কাকদ্বীপ হাসপাতালে করোনার থাবা, চিকিৎসক সহ মোট আক্রান্ত ১০
বিশ্ব সমাচার, কাকদ্বীপ : সারা দেশ জুড়ে দৈনিক বাড়ছে করোনার সংক্রমণ। দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনা। অন্যদিকে দোরগোড়ায় চোখ রাঙাচ্ছে ওমিক্রণ। এই পরিস্থিতিতে নানান বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। তবে সবচেয়ে বেশি উদ্বেগজনক পরিস্থিতি হল, রাজ্যের বহু চিকিৎসক ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন।
আর যে কারণে চিন্তিত হয়ে পড়েছে স্বাস্থ্য দপ্তর। এবার করোনার থাবা পড়ল দক্ষিণ ২৪ পরগনার জেলার কাকদ্বীপের সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালের দু’জন চিকিৎসক ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। একজন হলেন অর্থোপেডিক ডাঃ ভাস্কর সেন এবং দন্ত চিকিৎসক ডাঃ অভিজিৎ বিশ্বাস।
এছাড়াও কাকদ্বীপ হাসপাতালের ৫ জন নার্স সহ গ্রুপ ডি- এর ৩ জন কর্মী করোনায় আক্রান্ত বলে হাসপাতাল সূত্রে খবর। বর্তমান কাকদ্বীপ হাসপাতালে দু’জন চিকিৎসক সহ মোট ১০ জন করোনায় আক্রান্ত বলে জানা যায়। এই পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।