নতুন বছরের প্রথম ৪ দিন বন্ধ বেলুড় মঠ

স্টাফ রিপোর্টার : নতুন বছরের প্রথম চারদিন বন্ধ বেলুড় মঠ। করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে কারণ সম্পর্কে মঠ কর্তৃপক্ষ কিছু জানায়নি। ফলে কল্পতরু উৎসবের দিন বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না পুন্যার্থীরা।বেলুড় মঠের ওয়েবসাইটে জানানো হয়েছে, ১-৪ জানুয়ারি বন্ধ থাকবে মঠ।
৫ জানুয়ারি থেকে ফের নিয়ম মেনে দর্শনার্থীদের প্রবেশাধিকার দেওয়া হবে। মনে করা হচ্ছে, নতুন বছরের প্রথম দিন মঠে বহু মানুষের সমাগম হতে পারে। মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।