প্রাইমারিতে শিক্ষক নিয়োগের তালিকা ঘোষণা করল পর্ষদ, নিয়োগ এক সপ্তাহের মধ্যে

স্টাফ রিপোর্টার: প্রাইমারি টেটে ৭৩৮ জনের নামের তালিকা প্রকাশ করল বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন এই তালিকা প্রকাশ করেছে। ২০১৪ সালের প্রাইমারি টেটে প্রশ্নপত্র ভুল সংক্রান্ত যে মামলা হয়েছিল, সেই মামলায় হাইকোর্টের নির্দেশের নিরিখে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, এই যে ৭৩৮ জনের তালিকা যে প্রকাশ করা হল, তাঁরা এক সপ্তাহের মধ্যে নিয়োগ পাবেন।এর আগে ৪০০ জনেরও বেশি চাকরি প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফের ৭৩৮ জনের তালিকা প্রকাশ করা হল।