29 Jul 2021, 11:13 AM (GMT)

Coronavirus Stats

31,528,114 Total Cases
422,695 Death Cases
30,701,612 Recovered Cases
খবরখেলা

হারের দায় নিজের কাঁধে নিলেন ইংল্যান্ডের কোচ সাউথগেট

সংবাদ সংস্থা : ইটালির কাছে পেনাল্টি শুট-আউটে হেরে প্রথম বার ইউরো কাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। ফের এক বার টাই-ব্রেকারে হারের মুখ দেখতে হল তাদের। অতীতে যে ঘটনা বার বার দেখা গিয়েছে।ইংল্যান্ডের হারের পর অনেকেই কোচ গ্যারেথ সাউথগেটের সমালোচনা করছেন অনভিজ্ঞ ফুটবলারদের ঠেলে দেওয়ার জন্য।

হারের দায় নিয়ে সাউথগেট পাশে দাঁড়ালেন প্রত্যেকের।শুধুমাত্র পেনাল্টি মারার জন্য ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি নামান মার্কাস র‌্যাশফোর্ড এবং জ্যাডন স্যাঞ্চোকে। দু’জনেই রবিবার মিস করেছেন।সাউথগেট বলেছেন, “পেনাল্টি কে মারবে সেটা আমার সিদ্ধান্ত ছিল।

অনুশীলনে প্রত্যেককে ভাল করে দেখার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারওকে দোষী বানানো উচিত নয়। আমরা জিতেছি দল হিসেবে, হারের দায়ও আমাদের সবাইকে নিতে হবে।”

Related Articles

Back to top button