12 Jun 2021, 11:40 AM (GMT)

Coronavirus Stats

29,359,155 Total Cases
367,097 Death Cases
27,911,384 Recovered Cases
খবরবিনোদন

সোনালিকে সাধ খাওয়ালেন ভাস্বর

সংবাদ সংস্থা : জুনেই সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী সোনালী চৌধুরী। আর তাই হবু মাকে সাধ খাওয়াতে হাজির হলেন সহকর্মী-বন্ধু ভাস্বর চট্টোপাধ্যায়। মঙ্গলবার বলরাম মল্লিকের সাজানো থালা হাতে সোনালির বাড়িতে পৌঁছে যান ভাস্বর। মিষ্টি খেতে ভালোবাসেন সোনালি। তাই থালায় সাজিয়ে পুরনো বন্ধুর জন্য মিষ্টি আর নোনতা খাবার নিয়ে আসেন তিনি। টলিপাড়ায় এরকম বন্ধুত্বের নজির প্রায়ই চোখে পড়ে। দীর্ঘক্ষণ শ্যুটিং করতে করতে কখন যে তাঁরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান, নিজেরাই জানতে পারেন না। ১৯৯৮ সালে ক্যামেরার সামনে প্রথম মুখোমুখি হন সোনালি-ভাস্বর। এরপর সময় চাকা ঘুরলেও বন্ধুত্ব নষ্ট হয়নি। বরং তা, আরও মজবুত হয়েছে। হবু মাকে সাধ খাওয়ানোর রেওয়াজ বহু দিনের। তবে, লিঙ্গ বৈষম্য ভেদ করে ভাস্বরের এই পদক্ষেপ সত্যিই প্রশংসাযোগ্য। ভাস্বরের কথায়, অনেকদিন ধরেই ওর সঙ্গে দেখা করতে আসের কথা ভাবছিলাম। কিন্তু কাজের চাপে সময় করে উঠতে পারছিলাম না। অবশেষে আমার শখ মিটল।

Related Articles

Back to top button