16 Jun 2021, 10:59 AM (GMT)

Coronavirus Stats

29,633,105 Total Cases
379,601 Death Cases
28,388,100 Recovered Cases
খবররাজ্য

সিলিন্ডার বিস্ফোরণে মৃত একই পরিবারের ৩ জন

বিশ্ব সমাচার ওয়েবডেস্ক: সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল একই পরিবারে ৩ জন। গুরুতর আহত আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের চিত্তরগড় জেলার সদর থানার প্রতাপ নগরের। জানা গিয়েছে, শুক্রবার রাত্রি ৩ টে নাগাদ ওই এলাকার গুরুদ্বারের নিকট একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়।

তখন পরিবারের ৭ সদস্য গভীর নিদ্রায় ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ছাদের একাংশ ভেঙে পড়ে । ঘটনাস্থানেই মৃত্যু হয় পরিবারের ৩ জন সদস্যের। বাকি ৪ জনকে সঙ্কটজনক অবস্থায় জেলা চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায়, তাঁদের উদয়পুরে স্থানান্তরিত করা হয়।আগুন লাগার পর প্রতিবেশীরাই পুলিশ এবং দমকলে খবর দেয়। ঘটনাস্থানে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস লিকের থেকেই এই আগুন লাগে।

Related Articles

Back to top button