23 Jun 2021, 3:05 AM (GMT)

Coronavirus Stats

30,067,305 Total Cases
391,385 Death Cases
29,034,224 Recovered Cases
খবরদক্ষিণ ২4 পরগণা

সাগরে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, সাগর: এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সাগরের বামনখালির চাপাতলা গ্রামে। মৃতের নাম শুভাশীষ প্রামাণিক (৪৫)। বাড়ি সাগর থানার বামনখালির চাপাতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার এক মৎস্যজীবী রবিউল মল্লিক সকালে নদীতে মাছ ধরতে এসে দেখেন, নদীর পাড়ে একটি মৃতদেহ ভেসে আসছে।

তা চাউর হতেই ভিড় জমাতে শুরু করেন মানুষজন। রবিউল বলেন, ওই পুরুষের মৃতদেহ দেখে আমি সিভিক পুলিশকে খবর দিই। ঘটনাস্থলে এসে পৌঁছয় সাগর থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ।প্রথমে ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরে জানা যায় ওই ব্যক্তির নাম। খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর খাসরামকর গ্রামের সামন্ত পাড়ার এক পরিবার থানায় এসে দাবি করে, ওই মৃতদেহটি তাদের।

নাম শুভাশীষ প্রামাণিক। সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘসময় বাড়ি না ফেরায় এবং মোবাইল বন্ধ দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ পাওয়া গেল।

Related Articles

Back to top button

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/biswasam/public_html/wp-includes/functions.php on line 4757