28 Jul 2021, 1:53 AM (GMT)

Coronavirus Stats

31,484,605 Total Cases
422,054 Death Cases
30,663,147 Recovered Cases
খবরখেলা

সঞ্জুর চোট,ছিটকে যেতে পারেন সিরিজ থেকে

সংবাদ সংস্থা : হাঁটুর চোট সঞ্জু স্যামসনের। প্রথম ম্যাচে তো খেলতে পারলেনই না, ছিটকে যেতে পারেন সিরিজ থেকেই। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামার সঙ্গে সঙ্গেই খারাপ খবর ভারতীয় শিবিরে।প্রথম ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্বে তরুণ ঈশান কিষাণ। জন্মদিনেই অভিষেক ঘটল তাঁর।

একদিনের ক্রিকেটে অভিষেক ঘটল সূর্যকুমার যাদবেরও। সঞ্জু বাদ যেতে ঈশানকে দলে নেওয়ার সিদ্ধান্ত সহজ হয়ে যায় ভারতের কাছে। অভিজ্ঞ সঞ্জুকে গোটা সিরিজে না পাওয়া ভারতের জন্য যেমন খারাপ, তেমনই সঞ্জুর নিজেকে প্রমাণ করার সুযোগও হাতছাড়া।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়, “হাঁটুতে চোট পেয়েছে সঞ্জু। প্রথম ম্যাচে খেলতে পারবে না ও। চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছে।”

১৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কা দলে করোনা সংক্রমণের কারণে পিছিয়ে যায় এই সিরিজ। ১৮ জুলাই থেকে একদিনের সিরিজ দিয়েই শুরু হল সফর। তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি২০ ম্যাচ খেলবে দুই দল।

Related Articles

Back to top button