28 Jul 2021, 1:53 AM (GMT)

Coronavirus Stats

31,484,605 Total Cases
422,054 Death Cases
30,663,147 Recovered Cases
খবরদেশ

সংসদীয় দলের পুনর্গঠন করলেন সোনিয়া

সংবাদ সংস্থাঃ সোমবার, ১৯ জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন বসতে চলেছে। আর সেখানে নানা দাবিতে বিজেপিকে কোণঠাসা করতে, সংসদে কংগ্রেস শিবিরকে নেতৃত্ব দিতে, একটি দল গঠন করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷

যেখানে লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে দায়িত্বে ফিরিয়ে আনলেন তিনি৷ প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ সেই সময় তাঁকে লোকসভায় কংগ্রেসের নেতার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়৷

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে গত ১৫ জুলাই সোনিয়া গান্ধি একটি চিঠি দেন নেতৃত্বকে উদ্দেশ্য করে৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘সংসদের উভয়কক্ষে আমাদের দলের সংক্রিয় ভূমিকাকে সুনিশ্চিত করতে, আমি উল্লেখিত পদগুলিকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছি৷’’ যেখানে তিনি লোকসভা এবং রাজ্যসভায় কংগ্রেস প্রতিনিধিদের নাম উল্লেখ করেছেন৷

যাঁরা অধিবেশনে কংগ্রেসের হয়ে কেন্দ্রের উপর চাপ তৈপি করবেন৷ সেখানে সরকারের বিরুদ্ধে লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দেবেন অধীর রঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, মণীশ তিওয়ারি, কে সুরেশ, মণিক্কম ঠাকুর, শশী থারুর এবং রভনীত বিট্টু৷ রাজ্যসভা কংগ্রেসকে নেতৃত্ব দেবেন মল্লিকার্জুন খার্গে, আনন্দ শর্মা, জয়রাম রমেশ, অম্বিকা সোনি, দিগ্বিজয় সিং, পি চিদম্বরম এবং কে সি ভেনুগোপাল রাও৷

ওই চিঠিতে সোনিয়া গান্ধি উল্লেখ করেছেন, লোকসভা এবং রাজ্যসভার এই নেতৃত্ব প্রত্যেক সেশনের মাঝে নিয়মিত নিজেদের মধ্যে সাক্ষাৎ করবে৷ আর প্রয়োজন পড়লে রাজ্যসভার নেতা তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে সংসদের উভয়কক্ষের যৌথ বৈঠক করবেন৷ জ্বালানির বাড়তে থাকা দাম, করোনা নিয়ে চূড়ান্ত অব্যবস্থা এবং চিনের সঙ্গে সীমান্ত সমস্যার মত বিষয়গুলিকে বাদল অধিবেশনে কংগ্রেস তুলে ধরবে৷

Related Articles

Back to top button