26 Jul 2021, 8:24 AM (GMT)

Coronavirus Stats

31,439,764 Total Cases
421,411 Death Cases
30,613,047 Recovered Cases
খবরখেলা

শুধু হার নয়, সাউদাম্পটনে একাধিক কলঙ্ক লাগলো কোহলিদের গায়ে

সংবাদ সংস্থা : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার। টেস্টে সেরা দলের তকমা হারানোর দিনে আরও কলঙ্ক লাগল ভারতীয় দলের গায়ে। ২০১৮ সালে লর্ডস টেস্টের পর এই প্রথম কোনও টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের কেউ অর্ধশতরান করতে পারলেন না। মাঝের ২৬টি ম্যাচের কোনও না কোনও ইনিংসে অর্ধশতরান ছিল ভারতীয় ব্যাটসম্যানদের।

এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে শেষ হয়ে যাওয়ার ম্যাচেও প্রথম ইনিংসে অর্ধশতরান করেন বিরাট কোহলী।কেন উইলিয়ামসন এমন একজন অধিনায়ক যাঁর অধিনায়কত্বে বার বার ভুগতে হয়েছে ভারতীয় দলকে। উইলিয়ামসনের অধিনায়কত্বের বিরুদ্ধে টানা ৬টি ইনিংসে ২৫০ রান টপকাতে পারেননি কোহলীরা।

তার আগেই ভারতের দশ উইকেট তুলে নিয়েছেন কিউই বোলাররা।ভারতের বিরুদ্ধে চতুর্থ বার টেস্টে ২০টি উইকেটই নিলেন নিউজিল্যান্ডের পেসাররা। ২০০২ সালে ওয়েলিংটনে এবং হ্যামিলটনে। ২০০৪ সালে অকল্যান্ডে। এ বার সাদাম্পটনে।

কোহলী নিজেও এই ম্যাচ ভুলতে চাইবেন খুব তাড়াতাড়ি। কাইল জেমিসনের হাতে ২ ইনিংসেই উইকেট দিলেন তিনি। শেষ ৩ টেস্টে ৩ বার কোহলীর উইকেট নিলেন এই কিউই পেসার।

Related Articles

Back to top button