05 Aug 2021, 4:49 AM (GMT)

Coronavirus Stats

31,815,756 Total Cases
426,434 Death Cases
30,974,748 Recovered Cases
খবরবিনোদন

শীঘ্রই আসছে তুফান, ওটিটি-তে ছবি মুক্তি জুলাইয়ে

সংবাদ সংস্থা : শেষ হল অপেক্ষার। ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন ফারহান আখতার। অবশেষে ঘোষণা করলেন ফারহান আখতার অভিনীত ছবি মুক্তির দিন। জানালেন, আগামী জুলাই মাসেই মুক্তি পাবে ‘তুফান’। গতবছর প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার। সেখানে বক্সিং রিং-এ মধ্যে দেখা গিয়েছিল নায়ককে। সেই থেকে ফারহানের ভক্তরা দিন গুণছেন। আজ সোশ্যাল মিডিয়ায় ফারহান ‘তুফান’ ছবির একটি পোস্টার পোস্ট করেন। আর লেখেন, ১৬ জুলাই মুক্তি পাবে ছবিটি।জানা গিয়েছে, অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ‘তুফান’। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে ফারহান আখতার। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই স্পোর্টস ড্রামা এই ছবি। আর এই ছবিতে ফের একবার খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করবেন ফারহান।এর আগে খেলোয়াড়ের চরিত্র ফারহানকে দেখেছেন দর্শকরে। ২০১৩ সালে মুক্তি পাওয়া ভাগ মিলখা ভাগ ছবিতে মিলখা সিং-এর চরিত্রে অভিনয় করেছিলন ফারহান। এবার ফের একবার দেখা যাবে তাঁকে। ‘তুফান’ ছবিতে ফারহান একজন বক্সারের চরিত্রে অভিনয় করবেন।প্রসঙ্গত, গত বছর অক্টোবরে ছবি মুক্তির কথা ছিল। কিন্তু, গতবছর মার্চ থেকে করোনার জেরে বন্ধ প্রেক্ষাগৃহ। সে কারণেই, মুক্তি পায়নি ছবি। শেষে প্রযোজক ওটিটি-তে ছবি মুক্তির সিদ্ধান্ত নেন। কথা ছিল ২১ মে ওয়েবে মুক্তির কথা ছিল। নানা কারণে, সেদিও মুক্তি পায়নি ছবি। তবে, শেষ পর্যন্ত শোনা যাচ্ছে ১৬ জুলাই মুক্তি পাবে তুফান।

Related Articles

Back to top button