24 Jul 2021, 10:09 AM (GMT)

Coronavirus Stats

31,332,159 Total Cases
420,043 Death Cases
30,503,166 Recovered Cases
খবরদেশ

রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করলেন প্রশান্ত কিশোর

সংবাদ সংস্থাঃ জল্পনা বাড়িয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে হাজির হলেন ভোট কুশলী পিকে। মঙ্গলবার দুপুরে রাহুলের বাড়িতে যান তিনি। সেখানে ছিলন প্রিয়াঙ্কা গান্ধী ও কেসি বেনুগোপালও। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তার জানা যায়নি। সূত্রের খবর, মঙ্গলবার পঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি হতে পারে রাহুল-প্রশান্তের মূল আলোচ্য।

আগামী বছরেই ভোট রয়েছে পঞ্জাবে। আর তার আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও কংগ্রেস বিধায়ক নভজ্যোত সিং সিধুর মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক দ্বন্দ্বের সমাধান চায় কংগ্রেস। সেই বিষয়েই প্রশান্ত কিশোরের সঙ্গে কথা হতে পারে কংগ্রেস নেতৃত্বের। গত জুন মাসে দু’সপ্তাহে দু’বার বৈঠকে বসেন এনসিপি নেতা শরদ পাওয়ার প্রশান্ত কিশোর।

১১ জুন ও ২১ জুন পরপর বৈঠকে বসতে দেখা যায় তাঁদের। দু’দিন ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে তাঁদের। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে অ-বিজেপি দলগুলির একজোট হওয়ার লক্ষ্যেই এই বৈঠক কি না, সেই জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। এ বার খোদ রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে ফের একবার সেই জল্পনাই বাড়ল।

Related Articles

Back to top button