23 Sep 2021, 1:47 AM (GMT)

Coronavirus Stats

33,563,421 Total Cases
446,080 Death Cases
32,815,731 Recovered Cases
খেলা

ম্যাঞ্চেস্টার টেস্টের ভবিষ্যৎ ঠিক করতে আইসিসির দ্বারস্থ হতে পারে ইংল্যান্ড

সংবাদ সংস্থাঃ ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যাওয়ার পর নানা প্রশ্ন সেই ম্যাচ এবং সিরিজ ঘিরে। কবে খেলা হবে? আদৌ খেলা হবে কি না তা নিয়েও রয়েছে জটিলতা। ম্যাঞ্চেস্টার টেস্টের ভবিষ্যৎ জানতে তাই এ বার আইসিসি-র কাছে চিঠি দিতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।টেস্ট শুরুর আগের দিন ভারতীয় শিবিরে করোনার হানা। সাপোর্ট স্টাফ যোগেশ পারমার করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর সংস্পর্শে ছিলেন বেশ কিছু ক্রিকেটার।

তাঁদের করোনা পরীক্ষার ফল যদিও নেগেটিভ এসেছিল। চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। এমন অবস্থায় শেষ ম্যাচ খেলা হয়নি।সূত্রের খবর ইসিবি-র পক্ষ থেকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। শেষ টেস্ট না হওয়ার ফলে বিশাল আর্থিক ক্ষতির মুখে ইংল্যান্ড বোর্ড। আইসিসি-র তরফে যদিও এখনও চিঠি পাওয়ার কথা স্বীকার করা হয়নি।ইসিবি-র সিইও টম হ্যারিসন একটি টেস্টকে আলাদা করে ধরতে চান। এই সিরিজের সঙ্গে যুক্ত করতে রাজি নন।

সেই ক্ষেত্রে ইংল্যান্ড চাইবে সিরিজ ড্র ঘোষণা করে দেওয়া হোক। কারণ ভারত শেষ টেস্ট খেলেনি। তার জন্য শেষ ম্যাচের জয়ী দল হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা হোক, চাইবে ইসিবি।

Related Articles

Back to top button