25 Sep 2021, 12:57 PM (GMT)

Coronavirus Stats

33,624,419 Total Cases
446,690 Death Cases
32,876,319 Recovered Cases
খেলা

ম্যাঞ্চেস্টারের টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ হিসাবে দেখতে চান সৌরভ

সংবাদ সংস্থা : ইংল্যান্ডে টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ বাতিল হয়ে যায় করোনা আতঙ্কে। সোমবার ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সিরিজ সম্পূর্ণ করার লক্ষ্যে পঞ্চম টেস্ট খেলবে ভারত। এই ম্যাচকে কোনও ভাবেই একটি আলাদা টেস্ট হিসেবে যেন দেখা না হয়।সিরিজ অসম্পূর্ণ থাকায় আইসিসি-কে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। যার জবাব এখনও পাওয়া যায়নি বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে।

অনেকেরই মনে হয়েছে, ম্যাঞ্চেস্টারে যে টেস্ট ম্যাচ পরে আয়োজন করা হবে, তা হয়তো আলাদা একটি ম্যাচ হিসেবে দেখা হতে পারে। সেই ধারণায় জল ঢেলে দিলেন সৌরভ। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘‘আমরা চাই সিরিজ সম্পূর্ণ হোক। ২০০৭-এর পরে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতার এটাই সুযোগ।’’ যোগ করেন, ‘‘যে ম্যাচ খেলা হবে, সেটা অবশ্যই সিরিজের পঞ্চম টেস্ট হিসেবে গণ্য হবে। একটি আলাদা টেস্ট হিসেবে নয়। ’’

Related Articles

Back to top button