13 Jun 2021, 2:07 AM (GMT)

Coronavirus Stats

29,439,989 Total Cases
370,407 Death Cases
28,043,446 Recovered Cases
খবরদেশ

ভয়াবহ তুষারধসের বলি ২ জন সেনা জওয়ান

সংবাদ সংস্থা : ভয়াবহ তুষারপাতের ফলে ২ জন সেনা জওয়ানের মৃত্যু হল সিয়াচেন হিমবাহে। লাদাখ সেনা সূত্রে এই খবর জানা গিয়েছে। সেনা সূত্র জানাচ্ছে, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ সিয়াচেনের হানিফ সেক্টরে টহল দিচ্ছিল ওই সেনার দল।

দলটির সঙ্গে ছিলেন কয়েকজন কুলিও। আচমকাই ভয়াবহ তুষারপাত শুরু হলে বরফের ধস নেমে আসে। ফলে ওখানে আটকে পড়েন সকলে।

উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে। সকলকেই নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলেও পরে তুষারপাতের ফলে আহত দুই সেনা জওয়ান মারা যান।

Related Articles

Back to top button