26 Jul 2021, 8:54 AM (GMT)

Coronavirus Stats

31,439,764 Total Cases
421,411 Death Cases
30,613,047 Recovered Cases
খবররাজ্য

ভরা কোটালে বিপর্যয়ের আশঙ্কা, উত্তরবঙ্গ সফর স্থগিত মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টারঃ দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাই উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনটাই জানালেন শিলিগুড়ি পৌরনিগমের মুখ্য প্রশাসক গৌতম দেব৷ আগামী ২১ জুন মমতার প্রশাসনিক বৈঠকে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল৷ বৃহস্পতিবার গৌতম দেবকে ফোনে এ কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃতীয়বার সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ যেখানে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল তাঁর৷ কিন্তু রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা ভাবাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে৷ আর সেই কারণে ২১-২৬ জুন পর্যন্ত ৫ দিনের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনটাই জানালেন শিলিগুড়ি পৌরনিগমের মুখ্য প্রশাসক গৌতম দেব৷ তাঁর কথায়, ভরা কোটাল এবং বর্ষা এই দু’য়ের জেরে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে৷ তাই মুখ্য়মন্ত্রী তাঁকে ফোন করে সফর আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন৷ পরিস্থিতি স্বাভাবিক হলে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাবেন৷ তবে, শুধু দক্ষিণবঙ্গ নয়, ২৬ তারিখের ভরা কোটালে উত্তরবঙ্গের নদীগুলিতেও জলচ্ছ্বাস থাকবে৷ ইতিমধ্যে লাগাতার বৃষ্টির জেরে কয়েকটি নদীর জলস্তর অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন গৌতম দেব৷ তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখতে নবান্ন ছেড়ে এই মুহূর্তে কোথাও যাবেন না মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে রাজ্যে করোনা পরিস্থিতি বর্তমানে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে৷ সংক্রমণ আগের থেকে অনেকটাই কমেছে৷ আর এর আসল কারণ গত ১৫ মে থেকে রাজ্যে শুরু হওয়া করোনা সংক্রান্ত বিধিনিষেধ৷ তবে পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সেই দিকেও নজর রাখছেন মুখ্যমন্ত্রী৷ তাই দুই পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত উত্তরবঙ্গ সফর স্থগিত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Related Articles

Back to top button