25 Sep 2021, 11:27 AM (GMT)

Coronavirus Stats

33,624,419 Total Cases
446,690 Death Cases
32,876,319 Recovered Cases
খবররাজ্য

বেতন বৃদ্ধির দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ শিক্ষকদের

স্টাফ রিপোর্টারঃ বেতনবৃদ্ধির দাবিতে এবার সরাসরি নবান্নের সামনেই বিক্ষোভ দেখালেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। বুধবার নবান্নের সামনেই কয়েকশো শিক্ষক জড়ো হয়ে এই বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, টানা ৮ বছর এসএসকে ও এমএসকে-র শিক্ষকদের কোনও বেতন বাড়েনি। বহুদিন ধরে সেই বেতনবৃদ্ধির দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

দাবি, প্রাথমিক ও উচ্চপ্রাথমিকের সমতুল বেতন চাই। এর জন্য সল্টলেকের বিকাশ ভবনের সামনে আগেও বেশ কয়েকবার অবস্থান বিক্ষোভ করেছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁদের দাবিপূরণের আশ্বাসও দিয়েছিলেন বলে দাবি। কিন্তু তারপরও সুরাহা হয়নি বলে এদিন সরাসরি নবান্নের সামনে এসে নিজেদের প্রতিবাদ জানান এসএসকে ও এমএসকে-র কয়েকশো শিক্ষক।

তবে এদিন নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের তার আগেই নবান্নের সামনে হাইসিকিউরিটি জোনে কীভাবে ঢুকে পড়লেন এতজন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিক্ষোভ বাড়তে থাকায় পুলিশ নবান্নের সামনে থেকে বিক্ষোভ সরাতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধুন্ধুমার বাধে। সংঘর্ষে বেশ কয়েকজন মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button