24 Jul 2021, 5:36 AM (GMT)

Coronavirus Stats

31,332,159 Total Cases
420,043 Death Cases
30,503,166 Recovered Cases
খবরদক্ষিণ ২4 পরগণা

বারুইপুর মহকুমা হাসপাতালে ট্রান্সফরমার পুড়ে বিদ্যুৎ বিভ্রাট

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বুধবার রাতে বৃষ্টির মধ্যে হঠাৎ বারুইপুর মহকুমা হাসপাতালের বিদ্যুৎ বিভ্রাট হয়। স্থানীয়রা এবং হাসপাতালের রোগীরা ও আত্মীয়স্বজন আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। এই সময় হাসপাতালের কাছে ট্রান্সফরমার আগুন লেগে পুড়ে যায়। ফলে হাসপাতালের বিদ্যুৎ বিভ্রাট হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বারুইপুর ইলেকট্রিক সাপ্লাই বিভাগে খবর দেন। সেই সঙ্গে বারুইপুর থানাতেও খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎকর্মীরা এসে ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেন। যদিও শব্দহীন জেনারেটর দিয়ে হাসপাতালে আলো জ্বালানো হয়। বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুততার সঙ্গে ট্রান্সফরমার পাল্টে বারুইপুর মহকুমা হাসপাতালের বিদ্যুৎ ফিরিয়ে আনেন।

Related Articles

Back to top button