21 Sep 2021, 1:32 AM (GMT)

Coronavirus Stats

33,502,744 Total Cases
445,416 Death Cases
32,742,059 Recovered Cases
খবরজেলা

বারুইপুরে ফুটবল খেলার মাধ্যমে ‘খেলা হবে’ দিবস পালিত

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: সারা রাজ্যের সঙ্গে বারুইপুরে ফুটবল খেলার মাধ্যমে ‘খেলা হবে’ দিবস পালন করা হয়। বারুইপুর পুরসভার পরিচালনায় এখানে প্রীতি ফুটবল ম্যাচ হয়। মহিলারা প্রথমে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেন। পরে পুরুষরাও ফুটবল ম্যাচ খেলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, মহকুমা শাসক সুমন পোদ্দার, বারুইপুর পুরসভার প্রশাসক শক্তি রায়চৌধুরী, গৌতম দাস প্রমুখ। প্রথম খেলাটি হয় মহিলাদের নিয়ে।

দু’টি টিম হল বারুইপুর পুরসভা একাদশ ও সুন্দরবন একাদশ। সুন্দরবন একাদশ ৩-০ গোলে পরাজিত করে বারুইপুর পুরসভার মহিলা একাদশকে। অন্য একটি খেলা হয় বারুইপুর ফুটবল লাভার্স একাদশ বনাম বারুইপুর পুরসভা একাদশের। এই খেলাটি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। বারুইপুর পুরসভা ফুটবল একাদশ জয়ী হয়। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। প্রত্যেক খেলোয়াড়ের জন্য পুরস্কার ছিল। এছাড়া বারুইপুর পুরসভার ৫১টি ক্লাবকে দু’টি করে ফুটবল দেওয়া হয়।

Related Articles

Back to top button