25 Sep 2021, 11:27 AM (GMT)

Coronavirus Stats

33,624,419 Total Cases
446,690 Death Cases
32,876,319 Recovered Cases
খবরজেলা

বকখালিতে ফুটবল খেলার উদ্বোধনে শ্রীমন্ত মালি, বিদ্যুৎ দিন্ডা

বিশ্ব সমাচার, বকখালি: শনিবার বকখালিতে ফুটবল খেলার উদ্বোধন করলেন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি ও বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎকুমার দিন্ডা। প্রতিবছরই বকখালিতে পুজো উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করা হয়। করোনাভাইরাসের কথা মাথায় রেখে এ বছরও খেলার আয়োজন করা হয়েছে।

গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রীমন্ত মালি এবং সমাজসেবী বিদ্যুৎ দিন্ডা খেলার মাঠে ফুটবল গোলবারে বল ঠেলে খেলার উদ্বোধন করেন। এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নীলিমা দাস, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নীলকনণ্ঠ বর্মন, ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান নলিনী দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা।

Related Articles

Back to top button