19 Jun 2021, 5:37 AM (GMT)

Coronavirus Stats

29,853,870 Total Cases
385,815 Death Cases
28,725,030 Recovered Cases
কাকদ্বীপখবর

নোনা থিয়েটারের উদ্যোগে নাট্য কর্মশালা

শঙ্কু দাস, কাকদ্বীপ : হাসি ও কান্নার শব্দে মুখরিত হয়ে উঠলো স্কুল চত্ত্বর। তবে তা ছিল নিতান্তই অভিনয়। শনিবার ও রবিবার অর্থাৎ ১৩ ও ১৪ মার্চ কাকদ্বীপ নোনা থিয়েটারের উদ্যোগে গোবিন্দরামপুর অশ্বিনীকুমার হাইস্কুলে একটি নাট্য কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় প্রায় ৫০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

এবিষয়ে নোনা থিয়েটারের সম্পাদক দেবাশীষ নায়েক জানান, “বিদ্যালয় থেকে নাট্যমঞ্চ, এই ভাবনাকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। মূলত ছাত্র-ছাত্রীদের মধ্যে নাট্যাভিনয়ের আগ্রহকে বাড়িয়ে তোলাই হল এই কর্মশালার মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “অতীতে মহিলারা অভিনয় করতে খুব কমই এগিয়ে আসতেন।

কিন্তু বর্তমান সময়ে এই ভাবনার পরিবর্তন ঘটেছে। আর সেই কারণেই কর্মশালা গুলিতে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বাড়ছে।” তবে এদিন নাট্য কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, নাট্য অভিনেতা অরিজিৎ রায়, দেবাশীষ মান্না, কৌশিক সরকার ও কবিরুল হক।

Related Articles

Back to top button