05 Aug 2021, 4:19 AM (GMT)

Coronavirus Stats

31,815,756 Total Cases
426,434 Death Cases
30,974,748 Recovered Cases
খবরদক্ষিণ ২4 পরগণা

নামখানায় ম্যানগ্রোভ রোপন

রবীন্দ্রনাথ মন্ডল ও অমিত মন্ডল, নামখানা : সুন্দরবনের উপর দিয়ে বয়ে গেছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। ফনী, বুলবুল, আমফান এবং সম্প্রতি বয়ে গিয়েছে যশ-এর মত ঘূর্ণিঝড়। তবে প্রতিক্ষেত্রে সুন্দরবনকে বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে ম্যানগ্রোভ। সম্প্রতি ঘূর্ণিঝড় যশে সুন্দরবনের বিস্তৃর্ন এলাকা প্লাবিত হয়েছে। নদী গর্ভে চলে গিয়েছে বহু ম্যানগ্রোভ।

এই পরিস্থিতিতে সুন্দরবনকে রক্ষা করতে ম্যানগ্রোভ লাগানোর উদ্যোগ গ্রহণ করল সরকার। রবিবার নামখানা ব্লক প্রশাসন, বন দপ্তর ও সেচ দপ্তরের যৌথ উদ্যোগে নামখানা ব্লকের বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ রোপন করা হয়। এদিন নামখানা ব্লকের প্রায় ১৭০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ রোপন করা হয়েছে।

শনিবার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিন দু্র্গাপুরে ম্যানগ্রোভ রোপনের কাজ শুরু হয়। এ বিষয়ে নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর জানান, “প্রতিবছরই এই ব্লকের উপর দিয়ে বিভিন্ন ঘূর্ণিঝড় বয়ে যায়।

এই ঝড়ের হাত থেকে সুন্দরবনকে রক্ষা করতে ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু হয়েছে। নামখানা ব্লকের বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ লাগানোর কাজ চলছে।”

Related Articles

Back to top button