26 Jul 2021, 6:53 AM (GMT)

Coronavirus Stats

31,439,764 Total Cases
421,411 Death Cases
30,613,047 Recovered Cases
খবরদক্ষিণ ২4 পরগণা

ডুবে গেল মাল বোঝাই নৌকা

রবীন্দ্রনাথ মন্ডল ও অমিত মন্ডল, নামখানা : মাল বোঝাই করার সময় আচমকাই একদিকে হেলে গিয়ে জলে ডুবে গেল একটি নৌকা। যদিও পরে সেটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে মৌসুনির বাগডাঙা ঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ নদীতে জোয়ার চলছিল। সেই সময় ওই নৌকায় বাঁশ ও অন্যান্য সামগ্রী তোলা হচ্ছিল।

কিন্তু হঠাৎই জল কমতে শুরু করলে সেটি ক্রমশ একদিকে হেলে যেতে থাকে। অতিরিক্ত মাল চাপিয়ে দেওয়ার ফলে এই বিপর্যয় ঘটেছে বলেই মনে করা হচ্ছে।

নৌকাটি ডুবতে শুরু করার মুহূর্তে তাতে থাকা কয়েকজন কর্মী ঘাটে উঠে আসেন। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিস। ওই নৌকাটিকে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button