21 Sep 2021, 2:32 AM (GMT)

Coronavirus Stats

33,502,744 Total Cases
445,416 Death Cases
32,742,059 Recovered Cases
খেলা

টেস্ট শুরুর আগের দিন বাতিল হয়ে গেল কোহলীদের অনুশীলন

সংবাদ সংস্থা : শুক্রবার থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্টের আগে করোনা আক্রান্ত এক সাপোর্ট স্টাফ। সেই কারণে বাতিল হয়ে গেল বিরাট কোহলীদের অনুশীলন।বৃহস্পতিবার ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বিসিসিআই-এর তরফে এমনটাই জানানো হয়েছে সংবাদ সংস্থা পিটিআই-কে।

কোন সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন, তা এখনও জানা যায়নি। ক্রিকেটারদের নিজেদের ঘরে থাকতে বলা হয়েছে।রবিবার রবি শাস্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তাঁর আরটি-পিসিআর পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর, ফিজিয়ো নিতিন পটেলও করোনা আক্রান্ত হয়েছেন। লন্ডনে নিভৃতবাসে রয়েছেন তাঁরা।রবিবার রবি শাস্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়।

তাঁর আরটি-পিসিআর পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর, ফিজিয়ো নিতিন পটেলও করোনা আক্রান্ত হয়েছেন। লন্ডনে নিভৃতবাসে রয়েছেন তাঁরা।সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এমন অবস্থায় পঞ্চম টেস্ট হবে কি না সেই নিয়েও সংশয় রয়েছে।

Related Articles

Back to top button