15 Jun 2021, 4:42 AM (GMT)

Coronavirus Stats

29,617,058 Total Cases
377,061 Death Cases
28,345,261 Recovered Cases
খবরখেলা

টি-২০ বিশ্বকাপে ভারতকেই ফেভারিট মনে করছেন মাইক আথার্টন

সংবাদ সংস্থা : টেস্ট সিরিজের পর টি-২০ সিরিজেও ইংল্যান্ডকে হারাল ভারত৷ বিশ্বকাপের মহড়া হিসেবে ইংরেজদের বিরুদ্ধে বিরাটদের এই সিরিজ জয় নি:সন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে৷ শুধু তাই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর টি-২০ বিশ্বকাপে ভারতকেই ফেভারিট মনে করছেন মাইক আথার্টন৷

চলতি বছরের শেষে ভারতের মাটিতে হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ৷ তার আগে ভারত ও ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ ছিল বিশ্বকাপে মহড়া৷ তরুণদের দেখে নেওয়ার এটাই সেরা সুযোগ ছিল কোহলি ও মর্গ্যানের সামনে৷ সিরিজে হাড্ডাহাডি লড়াই হলেও শনিবার শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে ৩-২ সিরিজ পকেটে পুরে নেয় কোহলি অ্যান্ড কোং৷ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর প্রাক্তন ইংরেজ অধিনায়ক আথার্টনের উপলব্ধি অক্টোবরে ঘরের মাঠে বিশ্বকাপ বিরাটরাই ফেভারিট৷

তিনি বলেন, ‘আমরা মনে হয়, বিশ্বকাপে ভারতই ফেভারিট৷ আইপিএল ও টি-২০ ক্রিকেট খেলার জন্য দলের শক্তি অনেক বেশি৷ তিন প্রধান বোলার ছাড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল৷ ঘরের মাঠে খেলা৷ সুতরাং ওরা যে কোনও দলকে হারাতে পারে৷’

Related Articles

Back to top button