26 Jul 2021, 6:53 AM (GMT)

Coronavirus Stats

31,439,764 Total Cases
421,411 Death Cases
30,613,047 Recovered Cases
খবরখেলা

জীবনের শেষ ম্যাচে আঙুলে চোট পেয়েও উইকেট কিপিং করলেন ওয়াটলিং

সংবাদ সংস্থা : নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন বি জে ওয়াটলিং। তার একটা মুহূর্তও নষ্ট করতে চাইলেন না কিউই উইকেটকিপার। আঙুলে চোট পাওয়া সত্ত্বেও উইকেটকিপিং করে গেলেন তিনি। ওয়াটলিংয়ের অসাধারণ সাহসিকতা দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।

তখন ম্যাচের ৫৩তম ওভার চলছে। অধিনায়ক কেন উইলিয়ামসনের একটি থ্রো ধরতে গিয়ে হাতে লাগে ওয়াটলিংয়ের। তাতেই ডান হাতের অনামিকায় চোট পান তিনি। ব্যথায় কাতরাতে থাকেন। মাঠেই ছুটে আসেন ফিজিয়ো। এরপর মধ্যাহ্নভোজের বিরতির সময় তাঁর আঙুলের শুশ্রূষা করা হয়। মধ্যাহ্নভোজের পর ফের মাঠে ফেরেন তিনি।নিজের ৭৫তম টেস্ট খেলছেন ওয়াটলিং। আগেই জানিয়ে দিয়েছিলেন যে এই ম্যাচের পরই ক্রিকেটকে বিদায় জানাবেন।

আউট হওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলী করমর্দন করে যান ওয়াটলিংয়ের সঙ্গে। সেই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

Related Articles

Back to top button