05 Aug 2021, 5:19 AM (GMT)

Coronavirus Stats

31,815,756 Total Cases
426,434 Death Cases
30,974,748 Recovered Cases
খবররাজ্য

খারাপ আবহাওয়ার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে না মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে

স্টাফ রিপোর্টার : আবহাওয়া হয়ে দাঁড়াল বাধা। আজকের মতো চেন্নাই যাত্রা বাতিল মুকুল রায়ের স্ত্রীয়ের। চেন্নাইয়ের আবহাওয়া খারাপ থাকায় সমস্যা হতে পারে ল্যান্ডিংয়ে তাই এই সিদ্ধান্ত। গুরুতর অসুস্থ মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। ফুসফুস প্রতিস্থাপনের জন্য নিয়ে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত কয়েকদিন ধরেই চিকিৎসকেরা ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দিলেও কৃষ্ণা দেবীর শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তা থাকায় তা সম্ভব হয়নি। প্রথমে গ্রিন করিডর করে হাসপাতাল থেকে এয়ারপোর্ট পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল। আপাতত একমো সাপোর্টে রয়েছেন তিনি।গত ৩ জুন সন্ধ্যে ৬টা ৪৫ মিনিট নাগাদ মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে চিকিৎসকদের থেকে মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজও নেন তিনি। এরপর ৭টা নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে যান এই তৃণমূল সাংসদ।

সেই সময় হাসপাতালে ছিলেন না মুকুল রায়। অভিষেকের হাসপাতাল যাওয়া থেকেই প্রকাশ্যে মুকুলের পরিবারের সঙ্গে সৌজন্য আদানপ্রদান শুরু হয় তৃণমূলের। তখনও বিজেপিতেই ছিলেন মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু । ১১ জুন সপুত্র মুকুল যোগদান করেন জোড়াফুল শিবিরে।

Related Articles

Back to top button