05 Aug 2021, 4:49 AM (GMT)

Coronavirus Stats

31,815,756 Total Cases
426,434 Death Cases
30,974,748 Recovered Cases
খবরদক্ষিণ ২4 পরগণা

ক্যানিং থানার আইসিকে বদলি করায় বিক্ষোভ মহিলাদের

বিশ্ব সমাচার, ক্যানিং: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার আইসি আতিবুর রহমানকে বদলি করার বিরুদ্ধে মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। তাঁরা ক্যানিং থানার সামনে এবং ক্যানিং বারুইপুর সড়কে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা বলেন, ক্যানিং থানার আইসিকে বদলি করা চলবে না। এরপর তাঁরা ক্যানিং বারুইপুর সড়কে অবরোধ শুরু করেন।

ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্যানিং থানার আইসি আতিবুর রহমান। তিনি মহিলা বিক্ষোভকারীদের হাত জোড় করে অনুরোধ করেন বিক্ষোভ তুলে নেওয়ার জন্য। এরপরও চলতে থাকে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্যানিংয়ের এসডিপিও গোবিন্দ শিকদার। তিনিও বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করেন।

অবশেষে দুপুর ১২ টা ৪ মিনিটে মহিলারা বিক্ষোভ তুলে নেন। তাঁরা জানান, ক্যানিং থানার আইসি ভালো কাজ করছিলেন ক্যানিংজুড়ে। কোনও সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেন।

বিশেষ করে নারী ও শিশু পাচার, নারী নির্যাতন বিষয়ে তিনি গুরুত্ব দিতেন। তাই আমাদের দাবি, ক্যানিং থানার আইসিকে বদলি করা যাবে না।

Related Articles

Back to top button