29 Jul 2021, 12:13 PM (GMT)

Coronavirus Stats

31,528,114 Total Cases
422,695 Death Cases
30,701,612 Recovered Cases
খবরদক্ষিণ ২4 পরগণা

কুলতলির পিয়ালি নদীতে দেখা মিলল বিরল প্রজাতির মাছ

রফিকুল ঢালি, কুলতলি: দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কুন্দখালি গোদাবর অঞ্চলের কুন্দখালি গ্রামের পাঁচু সরদারের জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ। মঙ্গলবার রাতে বাড়ির পাশে পিয়ালি নদীতে জাল পেতেছিলেন তিনি।

জাল তোলার সময় মাছটিকে দেখতে পান। পিয়ালির ফরেস্ট অফিস ও কুলতলি থানায় খবর দেন। ঘটনাস্থলে যান কুলতলি থানার আধিকারিক ও ফরেস্ট অফিসার। মাছটির মুখে ইলিশ ধরার জাল জড়িয়ে ছিল।

মনে করা হচ্ছে, যশ ঘূর্ণিঝড়ে জলস্ফীতিতে পিয়ালি নদীতে হয়তো চলে আসে দৈত্যাকৃতি বিরল প্রজাতির মাছটি। মুখে জাল জড়িয়ে থাকায় দীর্ঘদিন ধরে না খেতে পেয়ে হয়তো মাছটি মারা যায়।

এমনই ধারণা করছে প্রশাসন । ফরেস্ট আধিকারিকরা মাছটি নিয়ে যান। এই মাছ দেখতে ভিড় জমায় এলাকার বহু মানুষ।

Related Articles

Back to top button