28 Jul 2021, 1:23 AM (GMT)

Coronavirus Stats

31,484,605 Total Cases
422,054 Death Cases
30,663,147 Recovered Cases
খবরদক্ষিণ ২4 পরগণা

কুমির ধরলেন গ্রামবাসীরা, আতঙ্ক নামখানার গ্রামে

অমিত মণ্ডল ও রবীন্দ্রনাথ মণ্ডল, নামখানা: ফ্রেজারগঞ্জ এলাকার বিজয়বাটি গ্রামে কুমির আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বিজয়বাটি গ্রামের স্লুইস গেটের কাছে একটি বড় কুমির দেখতে পান গ্রামবাসীরা। তাঁরা তড়িঘড়ি জাল এবং দড়ি নিয়ে কুমিরটিকে বাঁধার জন্য প্রস্তুত হয়। খবর দেওয়া হয় বকখালি বন দপ্তরে।

পুরনো কোনও অভিজ্ঞতা না থাকায় কুমিরটিকে পাকড়াও করতে যথেষ্ট বেগ পেতে হয় গ্রামবাসীদের। ঘণ্টাখানেকের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন বকখালি বনদপ্তরের কর্মীরা। তাঁরা কুমিরটিকে ধরে নিয়ে যান।লোকালয়ে এভাবে কুমির ঢুকে পড়ায় আতঙ্কে রয়েছেন ফ্রেজারগঞ্জের বিজয়বাটি গ্রামের বাসিন্দারা।

তাঁরা জানান, নামখানায় এভাবে কখনও কুমির ঢুকতে দেখা যায়নি। এই প্রথমবার ফ্রেজারগঞ্জ এলাকায় গ্রামের মধ্যে কুমির ঢুকেছে। তাই যথেষ্ট আতঙ্কে রয়েছেন তাঁরা।

Related Articles

Back to top button