19 Jun 2021, 7:08 AM (GMT)

Coronavirus Stats

29,853,870 Total Cases
385,815 Death Cases
28,725,030 Recovered Cases
খবরবিনোদন

করোনা জয় করে বাড়ি ফিরলেন অক্ষয় কুমার

সংবাদ সংস্থা : অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা অক্ষয় কুমার। সোমবার সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতার স্ত্রী টুইঙ্কল খান্না। ইনস্টাগ্রামে অক্ষয়ের স্বাস্থ্যের আপডেটও শেয়ার করেছেন টুইঙ্কল।করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের হিরানন্দিনী হাসপাতালে ভর্তি ছিলেন অক্ষয়।

টুইঙ্কল লেখেন, “সুস্থ এবং সুরক্ষিত। ওকে ফিরে পেয়েছি।” সঙ্গে হ্যাশট্যাগ #অলইজওয়েল। যদিও তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে কিনা সে বিষয়ে সবিস্তারে কিছু জানাননি টুইঙ্কল।

এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অক্ষয়। তিনি জানিয়েছিলেন চিকিৎসকদের পরামর্শ মতো আগাম সতর্কতা হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

লিখেছিলেন, ““সবার শুভেচ্ছা এবং ভালবাসার জন্য ধন্যবাদ। আমি ভালই রয়েছি। আশা রাখছি, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব।” অবশেষে সুস্থতার পথে তিনি।

Related Articles

Back to top button