13 Jun 2021, 1:37 AM (GMT)

Coronavirus Stats

29,439,989 Total Cases
370,407 Death Cases
28,043,446 Recovered Cases
Uncategorized

করোনার জেরে বাতিল হতে পারে টোকিও অলিম্পিক

সংবাদ সংস্থা: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বজুড়ে নতুন করে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। রোজই নয়া গতিতে বাড়ছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়েছে, এই অতিমারী পরিস্থিতি এখনই শেষ হবে না। এই আবহে বাতিল হয়ে যেতে পারে টোকিও অলিম্পিক ।

জাপানের শাসকদলের পক্ষ থেকে এমন সম্ভাবনার কথাই জানানো হয়েছে।এই প্রসঙ্গে জাপানে শাসকদলের সদস্য তোশিহিরো নিকাই বলেছেন, ‘যদি সম্ভব না হয়, তাহলে আমাদের বাতিল করতে হবে এটা। যদি অলিম্পিকের জন্য সংক্রমণ ছড়ায়, তাহলে জানি না কেন অলিম্পিকের আয়োজন করা হবে।’ তাঁর কথায়, ‘উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণের জেরে গত বছর বাতিল হয়ে গিয়েছিল অলিম্পিকের আসর।

বছর ঘুরলেও এখনও এই পৃথিবী ছেড়ে বিদায় নেয়নি মারণ ভাইরাস। বরং ভোল পালটে নয়া অবতারে হানা দিচ্ছে। এই পরিস্থিতিতে এ বছরও কি অলিম্পিক বাতিল হচ্ছে? এমন জল্পনায় চলতি বছরের শুরুতে অবশ্য জল ঢেলেছিলেন টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি।

Related Articles

Back to top button