19 Jun 2021, 6:38 AM (GMT)

Coronavirus Stats

29,853,870 Total Cases
385,815 Death Cases
28,725,030 Recovered Cases
খবরবিনোদন

এ আর রহমানের মুকুটে এ বার নতুন পালক

সংবাদ সংস্থা : অস্কারবিজয়ী এ আর রহমানের মুকুটে এ বার নতুন পালক। একেবারে নতুন ভূমিকায় এবার দেখা যাবে সুরের এই জাদুকরকে। এতকাল সিনেমার জন্য তিনি গান বেঁধেছেন। সেই সব গান গোটা দেশকে মাতিয়ে রেখেছে। এ বার তিনি সিনেমা বানাচ্ছেন। না, পরিচালক হিসাবে নয়।

প্রযোজক হিসাবে এবার দেখা যাবে এ আর রহমানকে। ছবির নাম ‘99 সংস’। সুরের সাগরেই বিচরণ এ আর রহমানের। তাঁর সবটুকু জুড়ে সঙ্গীত। ‘99 সংস’ও তার বাইরে নয়। এই ছবি মূলত প্রেমের ছবি। কিন্তু প্রেমের কেন্দ্রে রয়েছে সঙ্গীত। ‘99 সংস’ মিউজিক্যাল ছবি। এই ছবি শুধু প্রযোজনাই করেননি রহমান, তিনি এ ছবির সহ-চিত্রনাট্যকারও। বোঝাই যাচ্ছে এই ছবির পরতে পরতে ছড়িয়ে থাকবে সুরের মূর্ছনা।

ছবিটি পরিচালনা করেছেন পরিচালক বিশেষ কৃষ্ণমূর্তি। অভিনয় করেছেন একজোড়া নতুন ছেলে-মেয়ে। এহান ভাট এবং এডিলসি ভার্গস। দু’জনেই এই ছবির হিরো-হিরোইন। নিজেদেরকে ঢেলে দিয়েছেন তাঁরা। এঁরা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, লিজা রে-র মতো দুঁদে অভিনেতারা।

Related Articles

Back to top button