24 Jul 2021, 11:09 AM (GMT)

Coronavirus Stats

31,332,159 Total Cases
420,043 Death Cases
30,503,166 Recovered Cases
খবরখেলা

ঋষভ পন্তের মধ্যে গিলক্রিস্টের ছায়া দেখতে পাচ্ছেন ওয়ার্নার

সংবাদ সংস্থা : ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্তে একেবারে মুগ্ধ ডেভিড ওয়ার্নার। তাঁর মধ্যে তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের ছায়া দেখতে পাচ্ছেন। গিলির সঙ্গে পন্তের ব্যাটিং স্টাইলের মিল খুঁজে পেয়েছেন ওয়ার্নার

সেই সঙ্গে যে আক্রমণাত্মক মেজাজে পন্ত ব্যাট করেন, সেই স্টাইল তাঁকে না পাল্টানোরই পরামর্শ দিয়েছেন ওয়ার্নার।একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে গিলক্রিস্ট বলেছেন, ‘আমি শুধু ওকে বলব, যে ভাবে খেলছো, সে ভাবেই খেলে যাও। রক্ষণাত্মক হয়ে পড়ো না। ওর নিজের খেলার ধরন পরিবর্তন করার কোনও প্রয়োজন নেই।

যে ভাবে ও খেলছে এবং আক্রমণ করছে, আমাদের সকলকে ও ব্যাকফুটে ঢেলে দিচ্ছে। অ্যাডাম গিলক্রিস্ট যে ভাবে খেলত, ওর মতোই অনেকটাই খেলে পন্তও।’পন্ত অস্ট্রেলিয়া সফরে গিয়ে অসাধারণ ছন্দে ভারতকে সিরিজ জিততে সাহায্য করেছিলেন। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত ছিল।

সিডনির ক্রিকেট গ্রাউন্ডে পন্তের পারফরম্যান্সের উল্লেখ করে ওয়ার্নার বলেছেন, ‘ও একাই ম্যাচের রং বদলে দিতে পারে। আর সিএসজি-তে ও যে ইনিংসটা খেলেছিল, সেটা অসাধারণ ছিল। এটাতে ওর নির্ভীকতা এবং খেলার প্রতি আবেগটাই দেখা গিয়েছিল।’

Related Articles

Back to top button