24 Jul 2021, 10:09 AM (GMT)

Coronavirus Stats

31,332,159 Total Cases
420,043 Death Cases
30,503,166 Recovered Cases
খবরদেশ

ইন্দো-নেপাল সীমান্তে এসএসবির হাতে গ্রেফতার চার ক্যামেরুন ফুটবলার

স্টাফ রিপোর্টার : ইন্দো-নেপাল সীমান্তে দিয়ে অবৈধভাবে পার হওয়ার সময় সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর হাতে গ্রেফতার হলেন চার বিদেশি নাগরিক । রবিবার গভীর রাতে ওই চারজনকে গ্রেফতার করেন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা । ধৃতরা চারজনই ক্যামেরুনের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

ধৃতদের নাম – বেয়েগুয়ি বেলিমি (২১), অ্যালিক্সিস ইসমেলি (১৯), সেডার আবান্ডা আনজুয়াপ (২২), মোহামাদু মোসি (১৯) । ধৃতদের সোমবার সকালে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । এরপর পুলিশ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে ।

তবে তাঁদের পুলিশি হেফাজত হল নাকি বিচারবিভাগীয় হেফাজত, শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি ৷প্রাথমিক তদন্তের পর পুলিশ ও এসএসএসবি জানতে পেরেছে যে ওই চারজনই ফুটবলার ৷

তাঁরা খেলার জন্যই নেপালে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফিরছিলেন ৷ কিন্তু তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৷ আর সেই কারণেই সীমান্ত পারাপারের সময় তাঁদের প্রথমে আটক করা হয় ৷ পরে গ্রেফতার করা হয় ৷

Related Articles

Back to top button