15 Jun 2021, 3:12 AM (GMT)

Coronavirus Stats

29,617,058 Total Cases
377,061 Death Cases
28,345,261 Recovered Cases
খবরদুনিয়াদেশ

ইন্দোনেশিয়ায় ৫৩ জনকে নিয়ে মাঝ সমুদ্রে নিখোঁজ নৌসেনার ডুবোজাহাজ

সংবাদ সংস্থা : ৫৩ জনকে নিয়ে মাঝ সমুদ্রে নিখোঁজ হয়ে গেল নৌবাহিনীর সাবমেরিন । বুধবার ইন্দোনেশিয়ায় এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই সে দেশের নৌসেনা সাবমেরিনটির খোঁজে নেমেছে। একইসঙ্গে এই তল্লাশি অভিযানে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরকেও পাশে চেয়েছে ইন্দোনেশিয়া।

সে দেশের নৌবাহিনীর মুখপাত্র সংবাদসংস্থা রয়টার্সকে জানান, সাবমেরিন KRI Nanggala-402 বালি দ্বীপের উত্তর ভাগে নিখোঁজ হয়ে যায়।বালির গভীর জলে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। বালি দ্বীপ থেকে ঘটনাস্থল প্রায় ৬০ মাইল দূরে বলে জানা গিয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ সাবমেরিনটির আর কোনও খোঁজ পাচ্ছিল না বাহিনী।

এরপরই শুরু হয় তল্লাশি। জানানো হয় অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের প্রতিরক্ষা বিভাগেও। যদিও তাদের তরফে এখনও কোনও প্রত্যুত্তর মেলেনি।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ সাবমেরিনটি জার্মানিতে তৈরি হয়েছিল ১৯৭৮ সালে।

মাঝখানে মেরামতির জন্য দু’বছর দক্ষিণ কোরিয়াতে নিয়ে যাওয়া হয়। ইন্দোনেশিয়া বারবারই দাবি করে, নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে তারা কোনও খামতি রাখতে চায় না। কিন্তু প্রতিরক্ষায় ব্যবহৃত তাদের বহু সামগ্রীই যে বেশ পুরনো, সে অভিযোগও রয়েছে তাদের মাথায়।

Related Articles

Back to top button